বছরের প্রথমভাগেই তাহসান ভক্তদের চমকে দেওয়া হয় একটি ছবি দিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবিতে দেখা যায় যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে দারুণ একটি মুহূর্ত উপভোগ করছেন এই গায়ক-অভিনেতা। এরপর দুজনই ভাসতে থাকেন অভিনন্দনে। শুভেচ্ছা পেতে থাকেন নতুন জীবনের জন্য। তবে এর কিছুই ঘটেনি এখন পর্যন্ত।
শিল্পীর বিয়ের বিষয়ে Max tv bdকে তাহসানের ঘনিষ্ঠ সূত্র থেকে জানানো হয়, এখনো বিয়ে এবং গায়েহলুদ কিছুই সম্পন্ন হয়নি। এটি দুই পরিবারের পরিচয়পর্বের একটি মুহূর্তের ছবি, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দুই পরিবারের কেউ একজন শেয়ার করার পর ছড়িয়ে পড়েছে। তবে তাহসান ভক্তদের অবশ্যই একটি সুখবর আসছে, যা খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এর আগে প্রকাশিত কোনও নিউজ দেখে কেউ বিভ্রান্ত যেন না হয় সে বিষয়েও নিশ্চিত করা হয়।