রবিবার, ০৪ মে ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

গভীর রাতে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ টুকুর

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৩৯ বার পঠিত হয়েছে
শুক্রবার রাতে টাঙ্গাইল পৌরসভার বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : Max tv bd

গভীর রাতে ছিন্নমূল মানুষের মাঝে ২ হাজারের অধিক কম্বল নিয়ে শীতার্তদের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার বাসস্ট্যান্ডে, নতুন বাসস্ট্যান্ড, রেজিস্ট্রার পাড়া, কলেজ গেট,বটতলা, নিরালা মোড়, জেলা সদর, সাবালিয়া, এলজিডি মোড়সহ কয়েকটি এলাকায় এই কম্বল বিতরণ করেন তিনি।

এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শীতে যখন সারা দেশ কাঁপছে, তখন আমি আমার জেলায় গভীর রাতে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করে আমার নিজের কাছে খুবই ভালো লাগছে। আমি দেখেছি অসহায় মানুষ কীভাবে টং ঘরের ভেতর তাদের বাচ্চাকাচ্চা নিয়ে জড়িয়ে ধরে শুয়ে রয়েছে। অসহায় পরিবারের লোকজনদের শরীরের ওপরে যখন এই কম্বল জড়িয়ে দিতে পেরেছি, তখন নিজেকে ধন্য মনে হয়েছে।

তিনি বলেন, আমি এই গভীর রাতে প্রায় দুই হাজারের অধিক কম্বল বিতরণ করেছি। যতদিন শীত আছে ততদিন আমার কম্বল বিতরণ অব্যাহত থাকবে।

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক শানু, যুবদলের আহ্বায়ক রাশেদুল আলম, সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ভিপি মনির, জেলা ছাত্রদলের আহ্বায়ক দৃজয়সহ বিএনপির নেতৃবৃন্দরা।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর