রাজধানীর গাবতলী থেকে ২০ কেজি গাঁজাসহ সাজিদুল হক (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-মতিঝিল বিভাগ।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি ) রাত পৌনে ১১টার দিকে দারুসসালাম থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সাজিদুল পালিয়ে যাওয়া দুই ব্যক্তির নিকট গাঁজা বিক্রির জন্য ঘটনাস্থলে অবস্থান করেছিল বলে স্বীকার করেছে। সাজিদুল দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করত।
এ ঘটনার দারুসসালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে এবং পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।