রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন

ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল কিশোরী

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৫ বার পঠিত হয়েছে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) বাল্যবিয়ের হাত থেকে রক্ষা করে প্রশাসন। ছবি : Max tv bd

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) বাল্যবিয়ের হাত থেকে রক্ষা করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ছেলে ও মেয়ের অভিভাবকদের মুচলেকা নেওয়া হয়েছে। বুধবার (০১ জানুয়ারি) রাতে উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অষ্টম শ্রেণি থেকে পাস করে নবম শ্রেণিতে উত্তীর্ণ হওয়া এক কিশোরীর বিয়ে ঠিক করা হয় তার চাচাতো ভাইয়ের সঙ্গে।

এ খবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম ওই বাড়িতে উপস্থিত হয়ে উভয়পক্ষের অভিভাবককে ডেকে বিয়ে বন্ধ করার নির্দেশ দেন। এ সময় মেয়ের ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার মর্মে উভয়পক্ষের অভিভাবক মুচলেকা দেন।

ইউএনও মো. ছামিউল ইসলাম বলেন, বাল্যবিয়ে বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। ছেলে ও মেয়ের অভিভাবক মুচলেকা দিয়ে বাল্যবিয়ে বন্ধ করেছেন। উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর