কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) বাল্যবিয়ের হাত থেকে রক্ষা করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ছেলে ও মেয়ের অভিভাবকদের মুচলেকা নেওয়া হয়েছে। বুধবার (০১ জানুয়ারি) রাতে উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অষ্টম শ্রেণি থেকে পাস করে নবম শ্রেণিতে উত্তীর্ণ হওয়া এক কিশোরীর বিয়ে ঠিক করা হয় তার চাচাতো ভাইয়ের সঙ্গে।
ইউএনও মো. ছামিউল ইসলাম বলেন, বাল্যবিয়ে বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। ছেলে ও মেয়ের অভিভাবক মুচলেকা দিয়ে বাল্যবিয়ে বন্ধ করেছেন। উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।