জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আসাদুল ইসলাম। সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পেয়েছেন রিয়াজুল ইসলাম।
শুক্রবার (৩ জানুয়ারি) শাখা ছাত্রশিবিরের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন। পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে সেক্রেটারি জেনারেল মনোনীত করা হয়।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী শিক্ষার্থী মো. আব্দুল আলিম আরিফ। শাখা ছাত্রশিবিরে নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল রিয়াজুল ইসলাম তথ্যগুলো নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ১২টার দিকে সংগঠনটির ঢাবি শাখার মিডিয়া ও প্রচার সম্পাদক হোসাইন আহমাদ জোবায়েরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।