পশ্চিমবঙ্গের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রিয়া গাঙ্গুলি। ২০২৪-এ নানা ঝড় বয়ে গেছে তার জীবনে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের খবর, সন্তানসম পোষ্যকে হারানো এই সবকিছুর পরও দুই সন্তানকে সামলে নতুন কাজের সুখবর দিলেন অভিনেত্রী। ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘বরবাদ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আসছেন তিনি। এ নিয়ে রিয়া বলেন, ‘মাস দুয়েক আগেও চোখের জল ফেলতে ফেলতে দিন কেটেছে। এখন উত্তেজনায় ফুটছি।’
এর আগে ‘মিঠিঝোরা’, ‘অমরসঙ্গী’ নামের জনপ্রিয় ধারাবাহিকে দেখা গেছে রিয়াকে। সেখানকার সিরিয়ালের জনপ্রিয় মুখ রিয়া। সম্প্রতি এই অভিনেত্রী কলকাতা ও মুম্বাইয়ে বরবাদ’র শুটিং করেছেন। বাকি রয়েছে আরও কিছু দিনের শুটিং। এখন ইধিকার সঙ্গে শুটিং চলছে। বাংলাদেশে আসারও প্রস্তুতি চলছে রিয়ার। ভিসা জটিলতার সমাধান হলেই তিনি উড়ে আসবেন ঢাকায়।