রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন

ইরানে খেলবে ‘অপ্রস্তুত বাংলাদেশ’

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৩২ বার পঠিত হয়েছে
বাংলাদেশ নারী কাবাডি দল। ছবি : সংগৃহীত

এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে ‘অপ্রস্তুত বাংলাদেশ’। ২০ থেকে ২৫ ফেব্রুয়ারি ইরানে অনুষ্ঠিত হবে এ আসরের খেলা। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ৩১ ডিসেম্বর বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক ইরান।

প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয় নিশ্চিত করলেও বাংলাদেশ এখনো ক্যাম্প শুরু করতে পারেনি। বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা থেকে খেলোয়াড় বাছাই করা হয়েছে। বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে ১০ জানুয়ারির মধ্যে অনুশীলন ক্যাম্প শুরু করার কথা। সে হিসেবে প্রায় এক মাসের প্রস্তুতিতে খেলতে যেতে হবে বাংলাদেশকে। সময়টা মোটেও পর্যাপ্ত নয়।

এ সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ Max tv bdকে বলেছেন, ‘এশিয়ান চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য সময়টা মোটেও পর্যাপ্ত নয়। কিন্তু সামনে নারী কাবাডি বিশ্বকাপ আছে। ওই আসরের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এশিয়ান চ্যাম্পিয়নশিপ। এ জন্য আমরা অপর্যাপ্ত প্রস্তুতির পরও আসরটিতে অংশগ্রহণ করতে চাই।’ মার্চে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা নারী কাবাডি বিশ্বকাপ। সম্ভাব্য ভেন্যু হিসেবে আছে বিহার।

বিজয় দিবস প্রতিযোগিতা থেকে খেলোয়াড় বাছাই করেছে সিলেকশন কমিটি। ওই কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন সাবেক খেলোয়াড় সুবিমল চন্দ্র দাস, সদস্য সচিব আরেক সাবেক খেলোয়াড় বাদশা মিয়া। এ কমিটি বিজয় দিবস প্রতিযোগিতা থেকে প্রাথমিকভাবে খেলোয়াড় বাছাই কার্যক্রম পরিচালনা করেছে। পরবর্তী সময় যাচাই-বাছাই করে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। ক্যাম্পে থাকা প্রাথমিক স্কোয়াড থেকে চূড়ান্ত দল বেছে নেওয়া হবে।

বাংলাদেশ সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছে প্রায় ২৭ মাস আগে, এশিয়ান গেমসে। আসরের ‘বি’ গ্রুপে নেপালের কাছে ৩৭-২৪ এবং ইরানের কাছে ৫৪-১৬ পয়েন্টে হেরেছিল বাংলাদেশ। ৭ দেশের লড়াইয়ে বাংলাদেশ পঞ্চম স্থানে ছিল। এশিয়ান গেমসে খেলা ভারত, চায়নিজ তাইপে, ইরান, নেপাল দলের আসন্ন এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার কথা। সে হিসেবে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা এমনিতেই কম। তার ওপর আছে প্রস্তুতির ঘাটতি।

প্রস্তুতির ঘাটতি নিয়ে শক্তিশালী দলগুলোর মোকাবিলা প্রসঙ্গে এস এম নেওয়াজ সোহাগ বলছিলেন, ‘দায়িত্ব গ্রহণের পর আমরা কার্যক্রম শুরু করেছি খুব বেশিদিন হয়নি। কিন্তু এখানে আসলে অজুহাত দেওয়ার সুযোগ নেই। ভবিষ্যৎ কর্মকাণ্ডের জন্য এমনভাবে পরিকল্পনা সাজানো হচ্ছে, যাতে ক্রমান্বয়ে উন্নতি করে প্রত্যাশিত জায়গায় পৌঁছানো যায়। আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেতে হলে আপনাকে শক্তিশালী দলগুলোকে মোকাবিলা করতে হবে। নারী কাবাডিতে বাংলাদেশ যে জায়গায় ছিল, সেখানে ফিরে যেতে হলে একটু সময়ের প্রয়োজন।’

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর