বাংলাদেশ ক্রিকেটে অধিনায়কত্ব নিয়ে আলোচনা যেন সবসময় লেগেই থাকে। বিশেষ করে গত এক দশকে ভিন্ন ভিন্ন ফরম্যাটে আলাদা অধিনায়ক নিয়োগ দেওয়ার পর থেকে বিষয়টি আরও জটিল হয়েছে। সাকিব আল হাসান, তামিম ইকবাল থেকে শুরু করে মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস—এই সময়ের মধ্যে প্রায় সবাইকেই কোনো না কোনোভাবে দায়িত্ব নিতে হয়েছে।
সম্প্রতি নাজমুল হোসেন শান্ত চূড়ান্তভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন, তিনি আর টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব পালন করতে চান না। তবে তিনি টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে নেতৃত্ব চালিয়ে যেতে আগ্রহী। বিসিবিও তার এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে।
নাজমুলের নেতৃত্ব ছাড়ার পেছনে ব্যক্তিগত কারণ হিসেবে ব্যাটিংয়ে আরও মনোযোগ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক আলোচনা থেকেও দূরে থাকতে চান তিনি। তবে মাঠে তার নেতৃত্ব সবসময় প্রশংসিত হয়েছে। এমনকি তার নেতৃত্বে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও দল ভালো করেছে।