স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এ স্প্রীং ২০২৫ সেমিস্টারে বিজ্ঞান, প্রকৌশল, আইন, ব্যবসায় শিক্ষা এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ১৪টি বিভাগে মোট ২৯টি প্রোগ্রামে ভর্তি মেলায় বিশেষ ছাড়ে ভর্তি চলছে।
ভর্তি মেলায় ভর্তি ফি’র ওপর ১০০ শতাংশ ও টিউশন ফি’র ওপর ১০ শতাংশ (প্রথম বছর) ছাড় চলছে। অফারটি ৮ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত চলবে।
২০০২ সালে প্রতিষ্ঠিত স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ১৪টি বিভাগের অধীন ২৯টি প্রোগ্রামে শিক্ষাদান কার্যক্রম চালু আছে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৫-এ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৪তম ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬ষ্ঠতম স্থান অর্জন করে।