সারা দেশের মতো কুয়াশায় আচ্ছন্ন রাজধানী ঢাকা। সঙ্গে কনকনে ঠাণ্ডা বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের অনুভূতি। মাঝারি থেকে ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করতে হচ্ছে গণপরিবহনগুলোকে। ফলে যানবাহন চলাচল এবং সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটেছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে টঙ্গী, উত্তরা, বিমানবন্দর, বাড্ডা, খিলক্ষেতসহ আশপাশের এলাকায় এমন দৃশ্য দেখা গেছে।
সকাল থেকে ঘন কুয়াশার কারণে স্কুলগামী শিক্ষার্থীরা এবং অফিসগামী মানুষদের বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। সেইসঙ্গে দুর্ঘটনার সম্ভাবনা এড়াতে চালকরা হেডলাইট জ্বালিয়ে এবং ধীর গতিতে গাড়ি চালাতে বাধ্য হয়েছেন।
প্রসঙ্গত, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।