ফরিদপুরে ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহতরা ট্রাকের চালক এবং বাসচালকের সহকারী বলে জানা গেছে। বুধবার (১ জানুয়ারি) ভোরে এক্সপ্রেসওয়ের পুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ট্রাকচালক নুর আলম মৃধা (২৬) মাদারীপুরের শিবচর উপজেলার বাচামারা গ্রামের আইয়ুব আলী মৃধার ছেলে ও বাস চালকের সহকারী কাদের মিয়া (২২) ঝিনাইদহ সদরের পূর্ব তেঁতুলবাড়িয়া গ্রামের মফিজুল মালিঠার ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার ভোরে যশোর থেকে ঢাকাগামী মাছবোঝাই একটি ট্রাক পুলিয়া এলাকায় পৌঁছে বিকল হয়ে যায়। পরে রাস্তার পাশে ট্রাক রেখে চালক চাকা পরিবর্তন করছিলেন। একপর্যায়ে ঝিনাইদহ থেকে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে বিকল ট্রাকের চালক নুর আলম ও বাসচালকের সহকারী কাদের মিয়া গুরুতর আহত হন।
এ ঘটনায় শিবচর হাইওয়ে থানার এসআই তমাল হোসেন জানান, এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বাসের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় নুর আলমের বাবা আইয়ুব আলী মৃধা ঘাতক বাসের ড্রাইভারের নামে মামলা করেছেন।