ইংরেজি নববর্ষে উপলক্ষে সকল প্রকার আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস উড়ানো এবং যে কোনো ধরনের বিস্ফোরক ব্যবহার বরাবরের মতো নিষিদ্ধ রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে চকবাজার এলাকা থেকে বিপুল অবৈধ আতশবাজি, পটকা ও বিস্ফোরক উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা- লালবাগ বিভাগ। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীর চকবাজার থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন- সাজ্জাদ হোসেন রাহাত (৪২)। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ১০টি কার্টুন ও ১০০টি প্যাকেটের মধ্যে রক্ষিত অবস্থায় বিপুল অবৈধ আতশবাজি, পটকা ও বিস্ফোরক উদ্ধার করা করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার সাজ্জাদ হোসেন আতশবাজি, পটকা ও বিস্ফোরক কেনা-বেচা, মজুত ও পরিবহন চক্রের সদস্য। তারা তাদের সহযোগীদের মাধ্যমে সীমান্তবর্তী এলাকা হতে আতশবাজি, পটকা ও বিস্ফোরক সংগ্রহ করে কেনা-বেচার উদ্দেশে ঢাকায় নিয়ে এসে ওই স্থানে সমবেত হয়েছিল ।
ডিবি-লালবাগ বিভাগ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অবৈধ আতশবাজি, পটকা ও বিস্ফোরক কেনা-বেচা, মজুত ও পরিবহনের সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।