শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:২০ অপরাহ্ন

বিপুল আতশবাজি, পটকা ও বিস্ফোরকদ্রব্যসহ গ্রেপ্তার ১

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৪১ বার পঠিত হয়েছে
বিপুল আতশবাজি, পটকা ও বিস্ফোরক দ্রব্যসহ গ্রেপ্তার ব্যক্তি। ছবি : Max tv bd

ইংরেজি নববর্ষে উপলক্ষে সকল প্রকার আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস উড়ানো এবং যে কোনো ধরনের বিস্ফোরক ব্যবহার বরাবরের মতো নিষিদ্ধ রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে চকবাজার এলাকা থেকে বিপুল অবৈধ আতশবাজি, পটকা ও বিস্ফোরক উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা- লালবাগ বিভাগ। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীর চকবাজার থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন- সাজ্জাদ হোসেন রাহাত (৪২)। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ১০টি কার্টুন ও ১০০টি প্যাকেটের মধ্যে রক্ষিত অবস্থায় বিপুল অবৈধ আতশবাজি, পটকা ও বিস্ফোরক উদ্ধার করা করা হয়।

ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ০৬টা ৩০ মিনিটে বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানার বড় কাটারা গলির সোলায়মান টাওয়ার সংলগ্ন আরিফ ট্রেডার্সে অভিযান চালায়। যেখানে কয়েকজন ব্যক্তি অবৈধ আতশবাজি, পটকা ও বিস্ফোরক কেনা-বেচার জন্য অবস্থান করছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাজ্জাদ হোসেন রাহাতকে ১০টি কার্টুন ও ১০০টি প্যাকেটের মধ্যে রক্ষিত অবস্থায় বিপুল আতশবাজি, পটকা ও বিস্ফোরক (চকলেট বোমা, ক্লাস্টার বোমা, পাতা বোমা ও রকেট বোমা)-সহ গ্রেপ্তার করা হয়। এসময় তার সাথে থাকা আরও ২-৩ জন দৌড়ে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার সাজ্জাদ হোসেন আতশবাজি, পটকা ও বিস্ফোরক কেনা-বেচা, মজুত ও পরিবহন চক্রের সদস্য। তারা তাদের সহযোগীদের মাধ্যমে সীমান্তবর্তী এলাকা হতে আতশবাজি, পটকা ও বিস্ফোরক সংগ্রহ করে কেনা-বেচার উদ্দেশে ঢাকায় নিয়ে এসে ওই স্থানে সমবেত হয়েছিল ।

ডিবি-লালবাগ বিভাগ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অবৈধ আতশবাজি, পটকা ও বিস্ফোরক কেনা-বেচা, মজুত ও পরিবহনের সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর