শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন

ধর্ষণকাণ্ডে ছাত্রলীগ নেতা তুহিনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮ বার পঠিত হয়েছে
বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুস সবুর তুহিন। ছবি : Max tv bd

বগুড়ার আদমদীঘিতে গভীর রাতে ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগ নেতা আব্দুস সবুর তুহিনের বিরুদ্ধে।

রোববার (২৯ ডিসেম্বর) রাতে প্রবাসীর স্ত্রী নিজেই বাদী হয়ে আদমদীঘি থানায় মামলা করেছেন। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

আব্দুস সবুর তুহিন বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও আদমদীঘির নসরতপুর ইউপির চাটখইর গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রবাসীর স্ত্রীর স্বামী বিদেশে থাকায় একই গ্রামের প্রতিবেশী বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আব্দুস সবুর তুহিন নানাভাবে অনৈতিক কর্মকাণ্ডের জন্য কুপ্রস্তাব দিত। তার কুপ্রস্তাবে অস্বীকৃতি জানালে তুহিন তার সন্তানদের ক্ষতি করবে বলে হুমকি-ধামকি দেয়। গত ২৯ নভেম্বর রাত ১২টার দিকে ওই প্রবাসীর স্ত্রী ঘুমিয়ে পড়লে তার ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে। এরপর গত ১৬ ডিসেম্বর তার স্বামী দেশে ফিরলে এ ঘটনা জানান।

এ ব্যাপারে জানতে সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস সবুর তুহিনের সঙ্গে যোগাযোগ করতে তার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও বন্ধ পাওয়া গেছে।

আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান Max tv bdকে বলেন, ধর্ষণের অভিযোগ এনে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে থানায় মামলা করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের তৎপরতা চলছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর