রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন

‘দুর্নীতিবাজদের এনে বিচার করতে হবে’

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৩২ বার পঠিত হয়েছে
সিরাজগঞ্জে জনসভায় বক্তব্য দেন মাওলানা রফিকুল ইসলাম খান। ছবি : Max tv bd

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, শুধু স্বৈরাচারী সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাচার করা টাকা আনলে চলবে না, দুর্নীতিবাজদেরও নিয়ে আসতে হবে। এ বাংলার বুকে এনে তাদের বিচারের আওতায় আনতে হবে।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আলমপুর চৌরাস্তা পৌর মার্কেটের সামনে এক জনসভায় এ কথা বলেন।

তিনি বলেন, আমরা জামায়াতে ইসলামী সরকার গঠন করলে স্বৈরাচারী সরকারের মতো দুর্নীতি করব না। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, জামায়াতে ইসলামী বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ নেতাকর্মী নেই। জামায়াতে কোনো দুর্নীতিবাজের ঠাঁই নেই, আর হবেও না।

জামায়াতে ইসলামী কাজিপুর উপজেলা শাখার আমির মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, জামায়াতের সিরাজগঞ্জ জেলার আমির মাওলানা শাহিনুর আলম, কাজিপুর উপজেলার নায়েবে আমির শাহির ইসলামসহ অন্যান্য নেতারা।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর