সিলেটে একটি কমলা ২ লাখ টাকায় বিক্রি হয়েছে। গোলাপগঞ্জ উপজেলায় ওয়াজ মাহফিলে নিলামে কমলাটি এ দামে বিক্রি হয়। শনিবার (২৮ ডিসেম্বর) পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসার ওয়াজ মাহফিলটি অনুষ্ঠিত হয়।
রোববার (২৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
আরও জানা যায়, ওয়াজ মাহফিলে এক ব্যাক্তি অতিথিকে খাওয়ার জন্য কমলাটি দেন। পরদিন সকালে অন্যান্য পণ্যের সঙ্গে কমলাটি নিলাম ডাকা হয়। কমলাটি ক্রয় করার জন্য মদিনা ইউনিভার্সিটির সাবেক ডিন ইয়াকুব দেহলভী প্রথমে ৫০০০ হাজার টাকা দাম করেন। নিলামে আরও অনেকে কমলাটি ক্রয় করার জন্য পর্যায়ক্রমে দাম করতে থাকেন। প্রায় আধাঘণ্টাব্যাপী নিলাম চলাকালে এক পর্যায়ে সর্বোচ্চ দাম দুই লাখ টাকা দিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জামিয়াতুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হজরত মাওলানা হাফিজ ইয়ামিন কমলাটি ক্রয় করেন।
এ সময় অনেকে এই নিলামের ভিডিও মোবাইলে ধারণ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। অনেকে প্রশংসা করে অনেকেই নিজেই আইডিতে পোস্ট করেন।
বিষয়টি নিশ্চিত করে ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসায় শিক্ষক মোহাম্মদ জাবেদুর রহমান ফারহান বলেন, মাদ্রাসায় আয়োজিত ওয়াজ মাহফিলে নিলামে দুই লাখ টাকায় বিক্রি করা হয়েছে। এটি ক্রয় করেছেন প্রবাসী এক মাওলানা।