ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) রাতে সংগঠনটির নেতাকর্মীরা এ কার্যক্রম পরিচালনা করেন।
ছাত্রদল নেতারা জানান, শীতার্ত মানুষের দুঃখ-কষ্ট লাঘব করার লক্ষ্যে তারা এ ধরনের উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলে তারা জানিয়েছেন।
কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিংকু, আব্দুল জলিল আমিনুল, কেন্দ্রীয় ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক রুবেল পারভেজ, তথ্য ও গবেষণা সম্পাদক জারিফ রহমান, সহসাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, ছাত্রনেতা সাগর, সদস্য- আলম বাদশা, আব্দুর রউফ, রাসেল রানা, নাজমুল ইসলাম, রাহাত ওমর ফারুক, জিয়া হল ছাত্রদলের সামির সাদিক, এস এম হল আসিফ ও মাহফুজ এবং সংগঠনের অন্যান্য নেতারা।