রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন

‘পতিত’ ফ্যাসিবাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে : টিপু

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫ বার পঠিত হয়েছে
ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে কদিমচিলান সেন্টার মাঠে এক সুধী সমাবেশে। ছবি : Max tv bd

বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেছেন, ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন হলেও তার দোসররা বাংলাদেশের মাটিতে এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। কখনো সচিবালয়ে আগুন দিচ্ছে, কখনো আল্টিমেটাম দিচ্ছে, কখনো সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর চেষ্টা করছে। এদের ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে কদিমচিলান সেন্টার মাঠে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

টিপু বলেন, গত ১৬ বছর ভোটারবিহীন সরকার গুম-খুন করে, হামলা-মামলা দিয়ে জোর করে ক্ষমতায় থেকেছে। বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছে। এখনো সেই ষড়যন্ত্র চলমান রয়েছে। আমরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সৈনিক। বিগত আন্দোলনে বুলেট, মামলা- হামলাকে ভয় পায়নি। আগামীতেও দেশের বিরুদ্ধে, খালেদা জিয়া ও তারেক জিয়ার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।
বরিশালে পলিথিনের ব্যবহার কমেনি

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা মানুষের ভালোবাসা নিতে চাই। ভালোবাসা অর্জন করে মানুষের সমর্থন নিয়ে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে মানুষের কল্যাণে কাজ করতে চাই। সে অনুযায়ী আমাদের কাজ করতে হবে।

আগামী নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে সমর্থন চেয়ে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বেগম জিয়া চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন। আপনারা তার জন্য দোয়া করবেন; তিনি ও তারেক রহমান যেন দ্রুত দেশে ফিরে এসে দেশকে নেতৃত্ব দিতে পারেন।

সমাবেশে আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে লালপুর ও বাগাতিপাড়া উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপু। তিনি বলেন, বিগত সময়ে আমি নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। এই মাটিতে আমার জন্ম, এই মাটিতেই আমার মৃত্যু হবে। আপনাদের জানাজাতেই আমি কবরে যেতে চাই।

কদিমচিলান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি চাঁদ আলী মন্ডলের সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- নাটোর জেলা কৃষক দলের সাবেক সভাপতি রঞ্জিত সরকার, কদিমচিলান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. শফিউদ্দিন মাস্টার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র শরিফুল ইসলাম লেনিন, আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি আরিফুর রহমান আরিফ, গোপালপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই নান্নু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন বাবু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক টমি, উপজেলা জিয়া পরিষদের সভাপতি সাজেদুল ইসলাম হলুদ, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু প্রমুখ। এছাড়া স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর