মোঃ মজিবর রহমান শেখ
দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলায় গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়। ২০ জুন মঙ্গলবার গ্রামীন ব্যাংকের নারগুন শাখায় কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা। “গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ” এই শ্লোগানে গ্রামীণ ব্যাংক ঠাকুরগাঁও এরিয়া অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের ঠাকুরগাঁও যোনাল অফিসের যোনাল ম্যানেজার নিতাই চন্দ্র ঘটকের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ব্যাংকের ঠাকুরগাঁও যোনাল অডিট অফিসের যোনাল অডিট অফিসার মোহা: আব্দুল আলীম মোল্লা, ঠাকুরগাঁও সদর এরিয়া ম্যানেজার মুহাম্মদ শফিকুল ইসলাম, নারগুন শাখার শাখা ব্যবস্থাপক মো: রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, উদ্বোধনী দিনে ঠাকুরগাঁও যোনের আওতায় (ঠাকুরগাঁও, পীরগঞ্জ, রাণীশংকৈল, বালিয়াডাঙ্গী, পঞ্চগড় ও আটোয়ারী) এই ৬ এরিয়ার ৭২টি শাখায় একযোগে ৮ লাখ ৫৪ হাজার ৪২০টি বিভিন্ন বনজ ও ফলজ গ্রাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও পর্যায়ক্রমে আরও ১৯ লাখ ৯৩ হাজার ৬৮০টি গাছের চারা বিতরণ করা হবে। উল্লেখিত শাখাসমূহের মোট ৩ লাখ ১৬ হাজার ৬২ জন সদস্যের মাঝে জনপ্রতি ২টি করে গাছের চারা বিতরণ করা হবে বলে জানান কর্মকর্তাগণ।
মোঃ মজিবর রহমান শেখ
০১৭১৭৫৯০৪৪৪