রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন

কানুসহ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫ বার পঠিত হয়েছে
কানুসহ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করে জামায়াত। ছবি : Max tv bd

কুমিল্লার চৌদ্দগ্রামে আবদুল হাই কানুসহ সব সন্ত্রাসীকে গ্রেপ্তার এবং জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় জামায়াত।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে চৌদ্দগ্রাম বাজারে শেষ হয়।

পরে উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি শাহাব উদ্দিন, মুক্তিযোদ্ধা মো. আখতারুজ্জামান, পৌর জামায়াতের আমির মো. ইব্রাহিম, জেলা শিবির নেতা মহিউদ্দিন রনিসহ অন্যরা।

সমাবেশে বক্তারা বলেন, খুনি আব্দুল হাই কানুসহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে চৌদ্দগ্রামে সব হত্যার খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। জামায়াতের নেতাকর্মীদের নামে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার, বিগত সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ছাত্র-জনতার ওপর হামলায় ব্যবহৃত সব অস্ত্র উদ্ধার করতে হবে। দ্রুত বিষয়গুলো কার্যকর না হলে উপজেলা জামায়াত আরও কঠোর কর্মসূচি দেবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর