মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন

গাড়ি আটকে বাছুরকে বাঁচাল গরুর পাল

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭ বার পঠিত হয়েছে
গাড়ি আটকে রেখেছে একপাল গরু। ছবি : সংগৃহীত

সন্তানের প্রতি মায়ের মমতার বিষয়টি প্রকৃতিগত। সব মা তার সন্তানের প্রতি সর্বোচ্চ যত্নবান হয়ে থাকেন। তবে এবার সামনে এসেছে বিচিত্র ঘটনা। প্রাণীদের মধ্যে এমন মমতার একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি এরই মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি গালফ নিউজের এক প্রতিবেদনে এ সংক্রান্ত একটি ঘটনা তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলন্ত পথে গাড়ির পথ আটকে দাঁড়িয়েছে একপাল গরু। এরপর পার হয়ে যাচ্ছে একটি বাছুর। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ভিডিও ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে অনেকে নানা মন্তব্য করেছেন। কেউ কেউ এটিকে সন্তান রক্ষায় মায়ের প্রচেষ্টা বলে উল্লেখ করেছেন।

বিচিত্র এ ঘটনা ঘটেছে ভারতের উত্তরের রাজ্য ছত্তিশগড়ের রায়গড়ে। তবে এটি সাম্প্রতিক নাকি আগের কোনো সময়ের তা নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওতে দেখা গেছে, গাড়ির নিচে একটি বাছুর আটকা পড়ে। এ সময় গাড়িটি বাছুরটিকে ২০০ মিটার পর্যন্ত টেনেহেঁচড়ে নিয়ে যায়। এরপর নাটকীয়তা শুরু হয়। চার-পাঁচটি গরুর একটি পাল গাড়ির গতিরোধ করে। ফলে চালক গাড়ি থামাতে বাধ্য হন। এতে করে প্রাণে রক্ষা পায় বাছুরটি।

প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িটি থামার সঙ্গে সঙ্গে লোকজন গাড়ির নিচ থেকে বাছুরটিকে বের করে আনেন। এতে করে বাছুরটি ভালো রকম আঘাত পেলেও প্রাণে বেঁচে যায়। উদ্ধারের পর এটির চিকিৎসার ব্যবস্থা করা হয়।

অনলাইনে প্রাণীর মধ্যে এমন সহানুভূতির এ দৃশ্য বহু মানুষের হৃদয় ছুঁয়েছে। অনেকে গরুর অনুভূতির সহজাত প্রবৃত্তির প্রশংসা করেছেন। এমনকি উদ্ধারে এগিয়ে আসা বাকিরাও প্রশংসার বন্যায় ভাসছেন।

আনশুল সাক্সেনা নামের একজন ব্যক্তি লিখেন, ‘একজন মায়ের সন্তানের বিপদ বুঝতে পারার সহজাত প্রবৃত্তি থাকে। সন্তানকে মায়ের সুরক্ষার ঘটনা চোখে না দেখা পর্যন্ত কেউ সত্যিকার অর্থে মায়ের এই শক্তি বুঝতে পারবে না।’

আরেক ব্যবহারকারী লেখেন, বাছুরটিকে প্রাণে রক্ষা ও তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া এবং চিকিৎসার ব্যবস্থা করায় স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা। ছত্তিশগড়ের রায়গড়ের বাসিন্দাদের প্রতি সালাম রইল। এমনকি এটিকে সমবেদনা ও সম্মিলিত প্রচেষ্টার দারুণ এক উদাহরণ বলেও উল্লেখ করেছেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর