রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন

নিজেকে চেনার চেষ্টায় ‘ধ্যান’

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮ বার পঠিত হয়েছে
‘সহজিয়া’ ব্যান্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত

এই শহরের মানুষগুলো যেন শুধু ছুটেই চলেছে, বিশ্রামের কোনো সময় নেই তাদের, একদিকে শহরের ব্যস্ততা, অন্যদিকে ছোট পাখিদের চিৎকার, যেন তারা বলছে, মানুষ, তোমাদের সর্বনাশ হয়ে গেছে, একটু নিজের দিকে তাকাও।

হ্যাঁ বলছি এই শহরের ‘ছোট পাখি’ খ্যাত সবার প্রিয় ‘সহজিয়া’ ব্যান্ডের কথা।

ব্যান্ডটি মানুষের অন্তর আত্মাকে জাগিয়ে তোলার চেষ্টা করে, মনে করিয়ে দেয় যে জীবনের ব্যস্ততার মাঝে নিজের মনকে সময় দেওয়া কতটা প্রয়োজন।

এই বার্তা আরও গভীরে পৌঁছানোর জন্য, সহজিয়া এবার আয়োজন করেছে একটি সলো কনসার্টের, যার নাম রাখা হয়েছে ‘ধ্যান’। এই কনসার্টের মাধ্যমে ব্যান্ডটি চায় তাদের ভক্তরা যেন নিজেদের সঙ্গে একটু সময় কাটাতে পারে, নিজের অস্তিত্ব ও চিন্তাভাবনা সম্পর্কে সচেতন হতে পারেন। সলো এই কনসার্ট নিয়ে ব্যান্ডটির লিরিসিস্ট ও ভোকালিস্ট রাজু বলেন, ‘পৃথিবীতে অস্থিরতা চলছে, এবং আমরা অনেকেই আমাদের নিজেদের দিকে তাকানোর সুযোগ পাচ্ছি না; কিন্তু এই কনসার্টের মাধ্যমে আমরা চাই, আমাদের ভক্তরা যেন নিজের দিকে তাকায়, নিজেদের চেনার চেষ্টা করে।’

‘ধ্যান’ কনসার্টটি অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ১০ জানুয়ারি, বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে। এই কনসার্টে সহজিয়া তাদের নতুন গান ‘অভিনয়’ প্রকাশ করবে এবং ২০টিরও বেশি নিজেদের গান ভক্তদের সামনে পরিবেশন করবে। ‘সহজিয়ার’ এই উদ্যোগ মানুষের আত্মবিশ্লেষণ এবং শান্তির প্রতি এক নতুন দৃষ্টি নিয়ে আসবে, যা ভক্তদের জন্য এক বিশেষ অভিজ্ঞতা হতে চলেছে বলেও জানায় ব্যান্ডের এই সদস্য।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর