ছুটির দিনে জমে উঠেছে রিহ্যাব ফেয়ার ২০২৪। মেলার ৩য় দিন বুধবার (২৫ ডিসেম্বর) সরকারি ছুটি থাকায় দুপুরের পর থেকে ক্রেতা-দর্শনার্থীরা প্রবেশ করতে থাকেন। মেলায় দেখে শুনে কেউ পছন্দের ফ্ল্যাট-প্লট বুকিং দিচ্ছেন, কেউ খোঁজখবর নিয়ে রাখছেন যেন আগামীতে ফ্ল্যাট বা প্লট কেনা যায়।
বরাবরের মতো ক্রেতা টানতে প্রতিষ্ঠানগুলোও প্লট-ফ্ল্যাট বুকিং দিলেই আকর্ষণীয় অফার দিচ্ছে। এর মধ্যে রয়েছে ভ্রমণ, গিফট কিংবা আর্থিক ছাড়। ফ্ল্যাট বুকিং দিলে দামে ছাড় দিচ্ছে কোনো কোনো প্রতিষ্ঠান। বুকিং দিলে রয়েছে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ছাড়।
মেলায় কথা হয় ইছাহক ডেভলাপার্সের পরিচালক ফরহাত আফজা লুবনার সঙ্গে। তিনি বলেন, মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্তের বিষয়টি বিবেনায় নিয়ে আমরা মেট্রোরেলের কাছেই ফ্ল্যাট নির্মাণ করেছি। আসলে আমরা গ্রাহকদের সাধ্যেরে মধ্যে ভালো প্রোডাক্ট দিতে চাই। আর বাজারে অন্যদের তুলনায় একটু কম দামে দেওয়ার চেষ্টা করছি। গ্রাহকের আস্থা আমাদের প্রধান লক্ষ্য বলেও জানান তিনি।
প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার রাকিব হোসেন বলেন, মেলায় দারুণ সাড়া পাচ্ছি আমরা। মেলায় ছাড় দেওয়ার কথাও বলেন তিনি। মেলায় ছোট এবং মাঝারি ফ্ল্যাটের ১১টি চলমান প্রকল্প নিয়ে এসেছে এমএইচএম প্রপার্টিজ লিমিটেড। মিরপুর, কল্যাণপুর, আফতাবনগর ও বসুন্ধরা আবাসিক এলাকায় বিভিন্ন সাইজ ও ধরনের ফ্ল্যাট রয়েছে তাদের। মেলা উপলক্ষে ১০ শতাংশ ছাড় ও স্পট বুকিং -এ এসিসহ বিভিন্ন ধরনের গিফট দিচ্ছে তারা।
এবারের মেলায় মোট ২২০টি স্টল রয়েছে। মেলা চলবে ২৭ ডিসেম্বর শুক্রবার পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা। মেলায় প্রবেশে সিঙ্গেল টিকিট ৫০ আর মাল্টিপল টিকিটের মূল্য ১০০ টাকা।