রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন

জাহাজে হত্যাকাণ্ড : ৭ দিনের রিমান্ডে ইরফান

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৪২ বার পঠিত হয়েছে
পুলিশের হাতে গ্রেপ্তার আকাশ মন্ডল ওরফে ইরফান। ছবি : Max tv bd

চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে আলোচিত সাত খুনের ঘটনায় ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে আকাশ মন্ডল ওরফে ইরফানকে।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফারহান সাদিক এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় ইরফানকে। তার বিরুদ্ধে জিআর ১৬৬/২৪ এর মামলায় আদালতে ১০ দিন রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর সদরের হরিণা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. কালাম খা।

এ বিষয়ে মো. কালাম খা বলেন, আদালতে আমি ইরফানের জন্য ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আশা করছি তাকে জিজ্ঞাসাবাদেই সব তথ্য বেরিয়ে আসবে।

এ সময় জামিন শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন চাঁদপুর জেলা জজ কোর্টের এপিপি অ্যাড. শরীফ মাহমুদ সায়েম, এপিপি অ্যাড. মাসুদ প্রধানীয়া, এপিপি অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, এপিপি অ্যাড. শাহজাহান খান, অ্যাড. শামিম হোসেন, অ্যাড. মিল্টন ও অ্যাড. তোফায়েল।

এর আগে র‍্যাব-১১ কুমিল্লার একটি অভিযানিক দল বাগেরহাটের চিলমারি থেকে ইরফানকে খুনের সঙ্গে সংশ্লিষ্টতায় গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ইরফানই সাত খুনের কথা স্বীকার করেন।

ইরফানের বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায়। তার বাবার নাম জগদীশ মণ্ডল। তিনি আট মাস ধরে এমভি-আল বাখেরা জাহাজে চাকরি করছিলেন দাবি করে র‍্যাব-১১।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর