গাজীপুরের শ্রীপুরে এম অ্যান্ড ইউ ট্রিমস্ নামে বোতাম তৈরির কারখানার কেমিক্যাল গুদামে বিস্ফোরণে নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে।
সোমবার (২৩ ডিসেম্বর) শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, দুপুর ১টার ৪০মিনিটে শ্রীপুর ফায়ার স্টেশনে প্রথমে আগুনের খবর দেওয়া হয়। ১টা ৫৬মিনিটে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। যেহেতু কেমিক্যাল ড্রামে বিস্ফোরণের খবর ছিল তাই গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি, রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের দুটিসহ পাঁচটি ইউনিট ডাকা হয়।
এর আগে রোববার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এম অ্যান্ড ইউ ট্রিমস্ লিমিটেড নামের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।