সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন

গোসলের সময় ইসমাইলের লাশে মিলল আঘাতের চিহ্ন

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭ বার পঠিত হয়েছে
নিহত ইসমাইল হোসেন। ছবি : Max tv bd

নোয়াখালীর বেগমগঞ্জে ইসমাইল হোসেন নামে এক প্রবাসীকে হত্যার অভিযোগে স্ত্রী লিমা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, রোববার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাঁশতলা গ্রামের নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করেন পরিবারের সদস্যরা।

নিহত ইসমাইল হোসেন (৩৩) মীরওয়ারিশপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাঁশতলা গ্রামের সায়েদুল হকের ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন।

স্থানীয়রা জানান, তিন বছর আগে লিমাকে বিয়ে করেন সৌদি আরব প্রবাসী ইসমাইল। এক সপ্তাহ আগে তিনি দেশে ফিরেন। রোববার রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। ইসমাইল স্ত্রীসহ আলাদা ঘরে ঘুমান। স্ত্রীর সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয়ে কথাকাটাকাটি হয় ইসমাইলের।

ধারণা করা হচ্ছে, কথাকাটাকাটির জেরে লিমা আক্তার তার স্বামী ইসমাইল হোসেনকে নিজে বা কারও সহায়তায় হত্যা করে। কিন্তু ভিকটিমের পরিবারকে স্ত্রী লিমা জানায়, ইসমাইলের স্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে লাশ দাফনের জন্য গোসল করানোর সময় গলায় কালো আঘাতের চিহ্ন দেখা যায়। এতে মৃত্যুর বিষয়টি পরিবারের সদস্যদের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়।

বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান Max tv bdকে বলেন, মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার সকালে আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে হাজির করা হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর