কম্পিউটারের মনিটরে ওয়ারেন্টি সুবিধা বাড়িয়েছে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এখন ওয়ালটনের সিনেডি, সিনেক্সা এবং এসিসি ব্র্যান্ডের ২২ ইঞ্চি পর্যন্ত সব মডেলের মনিটরে ৩ বছর পর্যন্ত ওয়ারেন্টি পাবেন ক্রেতারা।
জানা গেছে, ওয়ালটন ও এসিসি ব্র্যান্ডের ২১.৪৫ থেকে ২২ ইঞ্চি মনিটরের প্যানেল ও মাদারবোর্ডের যন্ত্রাংশে ৩ বছরের ওরারেন্টি সুবিধা পাওয়া যাবে। ১৬ই ডিসেম্বর থেকে কেনা ২১.৪৫ থেকে ২২ ইঞ্চি মনিটরের সব মডেলে এ সুবিধা উপভোগ করতে পারবেন ক্রেতারা।
এছাড়াও ওয়ালটনের রয়েছে বিভিন্ন স্পেসিফিকেশন ও ফিচারযুক্ত ২৪ ইঞ্চি ও ২৭ ইঞ্চি মনিটর। ওয়ালটনের সব মনিটরে বর্তমানে বেশকিছু অফার চলমান আছে। সব মডেলের মনিটরে অনলাইন অর্ডারে চলছে ১০শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্ট (বিস্তারিতঃ https://waltondigitech.com/discount-offer)। ঘরে বসে অনলাইনে অর্ডার করে ফ্রি হোম ডেলিভারি সুবিধায় ক্রেতাগণ এই ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। এক্সচেঞ্জ অফারের আওতায় নিকটস্থ ওয়ালটন প্লাজা থেকে সচল বা অচল মনিটর এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন মনিটর ক্রয় করার সুবিধাও রয়েছে।