সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন

মেসি ছাড়াও রোনালদোর সাথে খেলতে চেয়েছিলেন এমবাপ্পে

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫ বার পঠিত হয়েছে
মেসি, এমবাপ্পে ও রোনালদো। ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে সম্প্রতি স্বীকার করেছেন, তিনি ফুটবলের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে খেলতে চেয়েছিলেন, যদিও পিএসজিতে থাকাকালীন তিনি লিওনেল মেসির মতো তারকার সঙ্গে খেলেছেন। তবে রোনালদো বর্তমানে আল নাসরে খেলায় সেই সুযোগ পাওয়া এখন বেশ কঠিন।

বেইন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন ‘আমি অনেক তারকার সঙ্গে খেলেছি: লিওনেল মেসি, নেইমার, আঁতোয়ান গ্রিজম্যান, পল পগবা, করিম বেনজেমা। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে খেলাটা দারুণ হতো। যদিও এখন সেটা সম্ভব নয়, তবে আমি তার বিপক্ষে খেলার সুযোগ পেয়েছি, যা আমার জন্য বড় প্রাপ্তি।’

পিএসজির হয়ে দুই মৌসুম মেসির সঙ্গে খেলার স্মৃতিও স্মরণ করেছেন এমবাপ্পে। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত এই দুজন একসঙ্গে খেলেন এবং দারুণ বোঝাপড়া তৈরি করেছিলেন। মেসির কাছ থেকে ২০টি গোলের অ্যাসিস্ট পেয়েছেন এমবাপ্পে। নেইমার (২৭) এবং লুইস সুয়ারেজের (৪৫) পর মেসির কাছ থেকে সবচেয়ে বেশি অ্যাসিস্ট পেয়েছেন তিনি।

জানুয়ারিতে অ্যামাজন প্রাইম স্পোর্টকে এমবাপ্পে বলেন, ‘লিও মেসির সঙ্গে খেলতে পারা আমার জন্য দারুণ একটা অভিজ্ঞতা। তার মতো খেলোয়াড়ের সঙ্গে থাকলে নিশ্চিত থাকা যায়, বল ঠিকই পৌঁছাবে। এটা এক ধরনের বিলাসিতা, যা শুধু তিনিই দিতে পারেন। মেসির সঙ্গে খেলা বিশেষ কিছু ছিল।’

রিয়াল মাদ্রিদের হয়ে খেলার পাশাপাশি রোনালদোর ছায়া থেকে নিজেকে আলাদা রাখতে চান এমবাপে। ২০২৪ সালে রিয়ালে যোগ দেওয়ার পর থেকে তিনি ইতোমধ্যে উয়েফা সুপার কাপ এবং আন্তঃমহাদেশীয় কাপ জিতেছেন এবং দুটো ফাইনালেই গোল করেছেন। তবে রোনালদোর মতো হতে চান না তিনি।

এমবাপে বলেন, ‘আরেকজন ক্রিশ্চিয়ানো রোনালদো কখনোই হবে না। তিনি ফুটবলকে বদলে দিয়েছেন, প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন, প্রচুর গোল করেছেন এবং অনেক শিরোপা জিতেছেন। তিনি এক অনন্য কিংবদন্তি।’

তিনি আরও যোগ করেন, ‘আমি আমার নিজস্ব পথ অনুসরণ করছি। আশা করি, আমিও ফুটবলে নিজের ছাপ রেখে যেতে পারব। তবে আমি রোনালদোর গল্পের পরবর্তী অধ্যায় লিখছি না। তার প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। আমরা এখনো যোগাযোগ রাখি, তিনি আমাকে পরামর্শ দেন এবং আমার জীবন সম্পর্কে খোঁজখবর নেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর