কিশোরগঞ্জের ভৈরবে আসামিকে ছেড়ে দেওয়ার আশ্বাসে ওসিকে ৬০ হাজার টাকা ঘুষ দেওয়ার অভিযোগে পৃথকভাবে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করা হয়েছে। শ্রীনগর ইউনিয়ন যুবদল সভাপতি জাকির হোসেন ও গণঅধিকার উপজেলা পরিষদের নেতা ইমতিয়াজ আহমেদ কাজল এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় ভৈরব প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ঘুষ দেওয়া নেওয়া বিষয়টি অস্বীকার করেন জাকির হোসেন। অপরদিকে দুপুর আড়াইটার সময় বাসস্ট্যান্ড এলাকায় গণঅধিকার পরিষদ কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেন ইমতিয়াজ আহমেদ কাজল।
এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে ভৈরব প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘুষ দেওয়ার বিষয়টি অস্বীকার করেন জাকির হোসেন।
এ বিষয়ে ওসি মোহাম্মদ শাহিন বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আসামি চালান দিয়েছি, টাকা নেওয়ার প্রশ্ন উঠে না। আমার নাম ব্যবহার করে কেউ যদি টাকা নিয়ে থাকে সে দায়িত্ব আমার না।