সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন

জমে উঠেছে জামাই মেলা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯ বার পঠিত হয়েছে
জামালপুরের মাদারগঞ্জে জামাই মেলা। ছবি : Max tv bd

জামালপুরের মাদারগঞ্জে তৃতীয়বারের মত মতো শুরু হয়েছে ৭ দিনব্যাপী ‘জামাই মেলা’। মেলায় মানুষের ঢল নেমেছে। এই মেলাটি পুরো উপজেলায় বেশ সাড়া পড়েছে। ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান মেলাটির উদ্বোধন করেন। জামাই মেলা মাছের মেলা বা পৌষ মেলা নামেও পরিচিত।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পলাশপুরে মেলাটি শুরু হয়েছে, যা চলবে সোমবার (২৩ ডিসেম্বর) পর্যন্ত। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মেলার তৃতীয় দিন সরেজমিনে গিয়ে দেখা গেছে, জামাই মেলার প্রধান আকর্ষণ মাছ।

দূর-দূরান্ত থেকে আসা শিশু-কিশোরসহ সব বয়সী নারী-পুরুষের ভিড় ছিল মেলায়। তাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ। মেলায় মাছ ছাড়াও নিত্যপ্রয়োজনীয় আসবাবপত্র, খেলনা, কসমেটিকস, রকমারি খাবারের পসরা বসেছে। এ ছাড়াও শিশুদের জন্য রয়েছে নাগরদোলাসহ বিভিন্ন ধরনের বিনোদন ব্যবস্থা। এ মেলায় চিতল, বোয়াল, আইড়, এবং নানা প্রজাতির দেশীয় মাছের সঙ্গে রয়েছে সামুদ্রিক মাছ।

মেলায় আসা রহিম রায়হান বলেন, স্ত্রী-সন্তানদের নিয়ে এসেছি। বড় বড় মাছ, মিষ্টিসহ নানা রকমের আসবাবপত্র, খেলনা, কসমেটিকস, খাবারের দোকান বসেছে মেলায়। এগুলো দেখে আমি ও আমার পরিবার অনেক খুশি।

হাসান ইসলাম নামে এক যুবক বলেন, আমার শ্বশুরবাড়ি এ ইউনিয়নে। শ্বশুরবাড়ির দাওয়াতে মেলায় এসেছি। খুব ভালো লাগছে।

জামাই মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক চৌধুরী শফিউল আজম রাসেল বলেন, তৃতীয়বারের মতো গ্রামীণ জামাই মেলা পলাশপুর বাজারে আয়োজন করা হয়েছে। দূর-দূরান্ত থেকে নানা বয়সের মানুষ এ মেলায় আসছেন। পছন্দের মাছসহ বিভিন্ন পণ্য কিনছেন। মেলাটি আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করছি।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর