ভারতের মুম্বাই উপকূলে নৌবাহিনীর একটি স্পিডবোটের ধাক্কায় বেসরকারি মালিকানাধীন একটি ফেরি ডুবে গিয়ে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ দুই যাত্রী এখনো নিখোঁজ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজদের সন্ধানে এখনো অভিযান চলছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মুম্বাইয়ের কারাঞ্জা এলাকায় নৌবাহিনীর পরীক্ষামূলকভাবে চালানো একটি স্পিডবোট নীল কমল নামের ফেরিটিকে ধাক্কা দিলে ফেরিটি ডুবে যায়। কোস্টগার্ড ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রায় ১০০ জন যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
স্পিডবোটটি ‘নিয়ন্ত্রণ হারিয়ে’ ফেরিটিকে ধাক্কা দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ছাড়াও ধারণা করা হচ্ছে, ইঞ্জিন ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, কোস্টগার্ড অন্য সংস্থার সঙ্গে মিলে নিখোঁজ যাত্রীদের সন্ধান চালিয়ে যাচ্ছে। ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত বোর্ড গঠন করা হয়েছে।
এ ঘটনায় ফেরির এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশ একটি এফআইআর দায়ের করেছে। তদন্তের মাধ্যমে ইঞ্জিন বিকল হওয়ার কারণ এবং অন্য কোনো কারণ থাকলে তা খতিয়ে দেখা হবে।