যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেছেন, এ বছরও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার কথা চিন্তা করে গুচ্ছতেই থাকছে আমাদের বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ Max tv bdকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার বিষয়ে যবিপ্রবির এক শিক্ষার্থী বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি হওয়া সহজ এবং আমাদের পরিবারকেও আর্থিকভাবে কম চাপের মধ্যে রাখতে পারে।
প্রসঙ্গত, ২০২০-২১ শিক্ষাবর্ষে করোনাকালীন সংকট মোকাবিলা করতে ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া চালু করে। এরপর থেকে শিক্ষার্থীদের মধ্যে মতভেদ সৃষ্টি হলেও অধিকাংশ প্রতিষ্ঠান এখনো গুচ্ছে থাকার পক্ষে। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব ভর্তি পরীক্ষা পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।