সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন

পোল্যান্ডের স্লাসকো সেতুতে লাল-সবুজের আলোকছটা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৪০ বার পঠিত হয়েছে
বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত বাংলাদেশের জাতীয় পতাকার রঙে আলোকিত ছিল সেতুটি। ছবি : সংগৃহীত

মধ্য ইউরোপের দেশ পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস-২০২৪।

দিবসটি উপলক্ষে পোল্যান্ডের ভিস্তুলা নদীর ওপর অবস্থিত স্লাসকো দাবড়োভস্কিয়েগো সেতুটি সাজানো হয় বাংলাদেশের জাতীয় পতাকার লাল-সবুজ রঙে।

সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেতুটি আলোকিত ছিল লাল-সবুজের ছটায়।

দূতাবাস, ওয়ারশ সিটি করপোরেশন এবং ডিপারটমেন্ট অফ সিটি অ্যান্ড রোড অথরিটির যৌথ উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়।

বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয় দিবস উদযাপনের সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। দূতাবাসের মিনিস্টার এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স কাজী মুনতাসীর মুর্শেদ এই কার্যক্রম পরিচালনা করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রবাসী বাংলাদেশি এবং পোল্যান্ডের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সেখানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। এ ছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র ‘আঁধার পেরিয়ে’ দেখানো হয়।

আলোচনা পর্বে বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদ ৩০ লাখ বীর মুক্তিযোদ্ধা এবং দুই লাখ মা-বোনের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। দেশের প্রতি প্রবাসীদের দায়িত্ব ও অঙ্গীকারের ওপর জোর দেন।

কাজী মুনতাসীর মুর্শেদ প্রবাসীদের সন্তানদের মধ্যে দেশীয় সংস্কৃতি ও বিজয় দিবসের গুরুত্ব তুলে ধরার আহ্বান জানান। এ ছাড়া দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর পরামর্শ দেন। বিজয় দিবসের এই ব্যতিক্রমী আয়োজন প্রবাসে বাংলাদেশের গৌরবময় ইতিহাসকে তুলে ধরেছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর