বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন সোমবার (১৬ ডিসেম্বর) জানিয়েছেন, টাইগার ব্যাটার লিটন দাসের সাম্প্রতিক সাদা বলের পারফরম্যান্স নিয়ে তারা উদ্বিগ্ন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লিটন যথাক্রমে ২, ৪ এবং ০ রান করেন। এরপর প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও শূন্য রানে আউট হন তিনি। সেই ম্যাচে যদিও বাংলাদেশ জয় পায় ৭ রানে।
শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় আশরাফ বলেন, ‘লিটনের ব্যাটিং সামর্থ্য নিয়ে দলের প্রত্যাশা বরাবরই বেশি। তবে সাম্প্রতিক সময়ে তিনি সাদা বলের ক্রিকেটে ধারাবাহিক নন। এ কারণেই টুর্নামেন্টের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে একাদশের বাইরে রাখা হয়েছিল।’
লিটনের অধিনায়কত্বের বিষয়ে আশরাফ বলেন, ‘জাতীয় দলের অধিনায়ক নির্বাচনের দায়িত্ব বোর্ডের। আমাদের কাজ দল নির্বাচন করা। বোর্ডই পরিস্থিতি বিবেচনায় অধিনায়ক বেছে নেয়। আমি দায়িত্ব নেওয়ার পর ‘এ’ দল এবং হাই-পারফরম্যান্স দলের অধিনায়ক বাছাইয়ের সুপারিশ করেছি, কিন্তু জাতীয় দলের বিষয়ে নয়। তাই লিটনকে অধিনায়ক করার সিদ্ধান্ত বোর্ডের।’
তামিম প্রসঙ্গে আশরাফ বলেন, ‘তামিমের ফিটনেস আরও উন্নত করার প্রয়োজন। তবে দীর্ঘদিন খেলায় থাকলে খেলোয়াড়রাই জানেন কীভাবে নিজেদের প্রস্তুত করতে হয়। বোর্ড তার পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা দেবে।