শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন

এবার সেঞ্চুরির আক্ষেপ তামিমের

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৪০ বার পঠিত হয়েছে
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

ব্যাটে রানের ধারাবাহিকতা ধরে রেখেছেন তামিম ইকবাল। চট্টগ্রামের হয়ে জাতীয় লিগে (এনসিএল) নিজের তৃতীয় ম্যাচেও সেঞ্চুরির খুব কাছে গিয়েও ফিরতে হয়েছে তার। নার্ভাস নাইন্টিতে তামিমের ফেরার ম্যাচে জয় পায়নি তার দলও। বড় পুঁজি গড়েও বরিশালের কাছে হার দেখল তারা। দিনের অপর ম্যাচে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে সিলেট। এ ছাড়াও জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে ঢাকা মেট্রো ও রংপুর।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেলের ম্যাচে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৮২ রান তোলে চট্টগ্রাম। শেষ ওভারে রীতিমতো তাণ্ডব চালিয়ে বরিশালকে জিতিয়ে মাঠ ছাড়েন সালমান ইমন। পর পর দুই ম্যাচে জিতেছে বরিশাল। শেষ ওভারে জিততে হলে ২৪ রান করতে হতো বরিশালকে। চট্টগ্রামের বোলার ইরফান হোসেনের ওভার থেকে ২৭ রান তুলে জয় নিশ্চিত করে ম্যাচসেরা হন সালমান ইমন।

একই সময় ২নং মাঠে হওয়া ম্যাচে ৬ উইকেটে জিতেছে সিলেট। আগে ব্যাটিং পেয়ে ৭ উইকেটে ১৪৪ রান তোলে খুলনা বিভাগ। রান তাড়ায় সিলেটের দাপুটে শুরু আসে জিসান আলমের ব্যাটে। ৯ বল বাকি রেখেই জয়ের দেখা পায় সিলেট। ৪৮ বলে ৪ চার ও ৬ ছক্কায় ৭৩ রান তুলে ম্যাচসেরা হন জিসান।

সকালে হওয়া ম্যাচে নিজেদের চতুর্থ জয়ের দেখা পেয়েছে ঢাকা মেট্রো। আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৯০ রান তোলে তারা। জবাবে ১৭১ রান পর্যন্ত উঠতে পারে ঢাকা বিভাগ। ১৯ রানের জয় পায় ঢাকা মেট্রো। ৬৯ রানের ইনিংসে ম্যাচসেরা হন মোহাম্মদ নাঈম। একই সময় হওয়া অপর ম্যাচে ৭ উইকেটে জিতেছে রংপুর। আগে ব্যাটিং করে স্কোর বোর্ডে ১৮৯ রান তোলে রাজশাহী। রান তাড়ায় ২ ওভার বাকি রেখেই জয় নিশ্চিত করে রংপুর। ৩ উইকেট ও ২৫ রানে ম্যাচসেরা হন চৌধুরী রিজওয়ান।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর