মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন

আল্লুর পাশে দাঁড়িয়েছিলেন যেসব তারকা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ বার পঠিত হয়েছে
আল্লুর পাশে দাঁড়িয়েছিলেন যেসব তারকা

সন্ধ্যা থিয়েটারে ৪ ডিসেম্বর পুষ্পা-টু সিনেমার প্রিমিয়ারের সময় পদদলিত হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় শুক্রবার (১৩ ডিসেম্বর) পুষ্পারাজ খ্যাত অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়। একই দিনে জামিন পেলেও তাকে একরাত থাকতে হয়েছে জেলে। খবর : টাইমস অব ইন্ডিয়া

এই ট্র্যাজেডির পর, অনেক সেলিব্রিটি আল্লু অর্জুনের প্রতি সমর্থন জানাতে যান তার বাড়িতে। পুষ্পা-টু’র পরিচালক সুকুমার প্রথমেই তার বাড়িতে আসেন। তিনি আবেগপ্রবণ হয়ে অভিনেতাকে আলিঙ্গন করেন। এরপর চোখের পানি মুছতে মুছতে পরিচালক অভিনেতার দিকে স্বাভাবিক মনোভাব বজায় রেখে শান্তিপূর্ণ একটি হাসি দেন।

বিজয় দেবেরাকোন্ডাও তার প্রতি সমর্থন জানাতে তার বাড়িতে যান এবং কঠিন সময়ে তাকে আল্লুর পাশে পাবারও আশ্বাস দেন।

পরবর্তী সময়ে মেগা পরিবার থেকে আল্লু অর্জুনের প্রতি সমর্থন জানাতে চিরঞ্জীবী পত্নী সুরেখা কনিডেলা তার বাড়িতে আসেন। এসময় অভিনেতা তাকে উষ্ণ আলিঙ্গন দিয়ে স্বাগত জানান। এরপর সদ্য বিবাহিত নাগা চৈতন্য এবং অভিনেতা সুধীর বাবুও উপস্থিত হন এবং এসময় আল্লু অর্জুন ও পরিচালক সুকুমারের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তারা।

এদিকে আজ রানা দাগুবতির জন্মদিন। তিনি তার জন্মদিন উদযাপন করছেন আল্লু অর্জুনের বাড়িতে গিয়ে তার সঙ্গে সময় কাটিয়ে।

এর আগে সকালে জেল থেকে মুক্তি পান আল্লু অর্জুন। মুক্তি পাওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি পরিবারটির জন্য অত্যন্ত দুঃখিত। আমি ব্যক্তিগতভাবে তাদের পাশে দাঁড়াতে এবং যে কোনো সহায়তা দিতে প্রস্তুত আছি। এটা সম্পূর্ণ দুর্ঘটনা। সেদিন সিনেমা থিয়েটারের ভেতরে আমি আমার পরিবার নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলাম এবং বাইরে একটি দুর্ঘটনা ঘটেছে এটা আমি একদমই জানতাম না। এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণভাবে দুর্ঘটনাজনিত কারণে হয়েছে। তবে আমার ভালোবাসা এবং সমবেদনা তাদের পরিবারের সঙ্গে রয়েছে। আমি তাদের সাহায্য করার জন্য যা কিছু করা সম্ভব তা করব।

ইতোমধ্যে আল্লু-রাশমিকা অভিনীত এবং সুকুমার পরিচালিত পুষ্পা-টু : দ্য রুল সিনেমাটির আয় এক হাজার কোটি রুপি ছাড়িয়ে গেছে। তবে অভিনেতা জেলে যাওয়ার কারণে সিনেমাটির হাইপ আরও বেড়ে যাবে এবং ছবিটি দুই হাজার কোটি রুপি আয়ের মাইলফলক ছুঁয়ে ফেলতে চলেছে এমনটিই মনে করছেন সিনেবিশ্লেষকরা।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর