সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:১০ অপরাহ্ন

গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না : শিল্প উপদেষ্টা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৭০ বার পঠিত হয়েছে
ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিল্প উপদেষ্টা। ছবি : Max tv bd

অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশ বর্তমানে গ্যাস সংকটের মধ্যে আছে। গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

আদিলুর রহমান খান বলেন, গত সাড়ে ১৫ বছর নতুন করে গ্যাস কূপ খনন করা হয়নি। বাপেক্সকে পুষে রাখা হয়েছিল। এখন ভোলাতে কিছু গ্যাস পাওয়া গেছে, বাপেক্সের উদ্যোগে গ্যাস খননের চেষ্টা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা যদি গ্যাস পাই, তাহলে সে সংকট কাটিয়ে উঠতে পারব। সে জন্যই আমরা কখনো এ কারখানা, কখনো ওই কারখানায়, এভাবে করে সার উৎপাদনে চেষ্টা করছি। যাতে কৃষকরা তাদের কৃষি কাজের জন্য সার পান। কৃষকদের সারের চাহিদা পূরণ করতে চ্যালেঞ্জতো আছেই। গ্যাস যদি আমরা নিরবচ্ছিন্নভাবে পেতাম তাহলে সমস্ত কারখানাগুলো চালু রেখে আমাদের সার উৎপাদন করতে পারতাম। আমাদের সার আমদানি করতে হতো না।

গত সাড়ে ১৫ বছরে প্রতিটি সেক্টরে হওয়া দুর্নীতির কথা উল্লেখ করে সেগুলো নিরসনের চেষ্টা চলছে বলেও জানান অন্তর্বর্তী সরকারের এ শিল্প উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন, শিল্পসচিব জাকিয়া সুলতানা, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আব্দুল হান্নান প্রমুখ।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর