অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশ বর্তমানে গ্যাস সংকটের মধ্যে আছে। গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমরা যদি গ্যাস পাই, তাহলে সে সংকট কাটিয়ে উঠতে পারব। সে জন্যই আমরা কখনো এ কারখানা, কখনো ওই কারখানায়, এভাবে করে সার উৎপাদনে চেষ্টা করছি। যাতে কৃষকরা তাদের কৃষি কাজের জন্য সার পান। কৃষকদের সারের চাহিদা পূরণ করতে চ্যালেঞ্জতো আছেই। গ্যাস যদি আমরা নিরবচ্ছিন্নভাবে পেতাম তাহলে সমস্ত কারখানাগুলো চালু রেখে আমাদের সার উৎপাদন করতে পারতাম। আমাদের সার আমদানি করতে হতো না।