সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৪২ অপরাহ্ন

মেয়ের হেনস্তাকারীকে পিটিয়ে হত্যা করল বাবা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত হয়েছে
ছবি : সংগৃহীত

প্রত্যেকটি মেয়েই তার বাবার কাছে রাজকন্যা। সন্তানের জন্য সব কিছু করতে পারেন বাবারা। এমনকি কাউকে হত্যা করতেও দ্বিধা করেন না। ভারতের অন্ধ্রপ্রদেশের একটি গ্রাম সাক্ষী হয়েছে এমনই এক ঘটনার। মেয়েকে যৌন হেনস্তাকারীকে নিজ হাতেই হত্যা করেছেন এক বাবা।

মেয়ে যৌন হেনস্তার শিকার হচ্ছে বিদেশে বসে এ খবর পেয়েছিলেন বাবা। হেনস্তা যিনি করছিলেন তিনিও দূরের কেউ নেন, পরিবারেরই আত্মীয়। বিষয়টি পুলিশকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন ভুক্তভোগী কিশোরীর বাবা আনজানেয়া প্রসাদ।

ভারতীয় সংবাদমাধ্যম টাইম অব ইন্ডিয়া জানিয়েছে, আনজানেয়ার ১২ বছরের মেয়ে তাদের এক আত্মীয়ের বাড়িতে থেকে পড়াশোনা করছিল। সেখানে থাকা ৫৯ বছরের আত্মীয় তাকে বিভিন্নভাবে যৌন হয়রানি করে আসছিলেন। এ ঘটনা কিশোরী তার বাবাকে জানায়। প্রবাসী বাবা ঘটনাটি পুলিশকে জানান। পুলিশ অভিযুক্তকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেয়।

পুলিশের দেওয়া এ শাস্তি পছন্দ করেননি আনজানেয়া প্রসাদ। তাই তিনি মেয়ের হেনস্তাকারীকে শাস্তি দিতে কুয়েত থেকে ভারতে নিজ গ্রামে এসে অভিযুক্তকে পিটিয়ে হত্যা করেন এবং ওইদিনই আবার কুয়েতে চলে যান।

এখানেই শেষ নয় ভিডিওবার্তায় হত্যাকাণ্ডের দায়ও স্বীকার করেছেন আনজানেয়ার। তার দাবি পুলিশের নিষ্ক্রিয়তার কারণে তিনি বাধ্য হয়েই নিজের হাতে বিচার করেছেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর