বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ‘Radial Angiography and Career Development’ শীর্ষক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে প্রথমবারের মতো এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক প্রকল্প পরিচালক ও অধ্যক্ষ অধ্যাপক ডা. মওদুদ আলমগীর পাভেল, যিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেলের নতুন ক্যাম্পাসের অসাধারণ নির্মাণশৈলীর ইতিহাস সবার সামনে তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠ করা হয়। কালচারাল সোসাইটি কর্তৃক আয়োজিত জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে জুলাই-আগস্ট বিপ্লবে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সর্বশেষে কুইজ টেস্ট ও র্যাফেল ড্রয়ের মাধ্যমে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ৩০ জনকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার সর্বোচ্চ মান উন্নয়নে সকল ধরনের সহযোগিতার অঙ্গীকার করেন।