সোমবার, ১২ মে ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন

বাংলাদেশের বিপক্ষে দলে ফিরলেন চার্লস

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৭৭ বার পঠিত হয়েছে
জনসন চার্লস। ছবি : সংগৃহীত

ওয়ানডে সিরিজটা দাপুটের সঙ্গে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এবার টি-টোয়েন্টি সিরিজের জন্যও শক্তিশালী দল ঘোষণা করেছে স্বাগতিকরা। আসন্ন তিন ম্যাচের সিরিজের দলে ফিরেছেন বিধ্বংসী ওপেনার জনসন চার্লস। চোট কাটিয়ে দলে সুযোগ মিলেছে তার। দলে ডাক মিলেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দাপুটে পারফর্ম করা মিডল অর্ডার ব্যাটার কেসি কার্টিরও। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিন ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট উইন্ডিজ।

স্কোয়াডে জায়গা হয়নি ওয়ানডে অধিনায়ক শাই হোপের। এ ছাড়াও জায়গা হয়নি অলরাউন্ডার শারফানে রাদারফোর্ড। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলতেই বাংলাদেশ সিরিজে নেই তারা। একই কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে খেলবেন না আকিল হোসেনও। তার বদলি হিসেবে দলে যোগ দেবেন জেইডেন সিলস। আগামী ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে হবে টি-টোয়েন্টি সিরিজের সবকয়টি ম্যাচ।

রভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্রেন্ডন কিং, কেসি কার্টি, জনসন চার্লস, রস্টন চেজ, জাস্টিন গ্রেভস, টেরেন্স হাইন্ডস, আকিল হোসেন, আলজারি জোসেফ, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর