শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন

ফিক্সিংয়ের প্রস্তাব; গ্রেপ্তার সাকিবদের মালিক

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত হয়েছে
সাকিবদের দলের মালিক প্রেম ঠাকুর। ছবি : সংগৃহীত

লঙ্কা টি-টেন লিগে আবারও ফিক্সিংয়ের কালো থাবা। খেলোয়াড়দের ফিক্সিংয়ের প্রস্তাব দিয়ে গ্রেফতার হলেন গল মারভেলসের মালিক প্রেম ঠাকুর। বৃস্পতিবার পাল্লেকেলেতে পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। গল মারভেলসের হয়ে চলতি টি-টেন লিগে খেলছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানও। প্রথম ম্যাচে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন সাকিব।

শ্রীলঙ্কান সংবাদমাধ্যম নিউজওয়ার ও ভারতীয় এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সংবাদ মাধ্যমগুলো জানায়, প্রেম ঠাকুরের বিরুদ্ধে ফিক্সিংয়ের প্রস্তাবের অভিযোগ পাওয়া গেছে। সেজন্যই লঙ্কান স্পোর্টস পুলিশের একটি শাখা তাকে গ্রেপ্তার দেখিয়েছে।

প্রতিবেদন থেকে আরও জানা গেছে, ক্যারিবিয়ান এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন গলের মালিক প্রেম ঠাকুর। সেই ক্রিকেটার সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং দ্রুতই পুলিশকে অবহিত করেন। পরে অভিযোগের ভিত্তিতে ফ্র্যাঞ্চাইজিটির মালিককে গ্রেফতার করা হয়। শুক্রবার (১৩ ডিসেম্বর) কলম্বোর ম্যাজিস্ট্রেট কোর্ট তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর