সাফ শিরোপা ধরে রাখার পর থেকে দারুণ সময় কাটাচ্ছে নারী ফুটবলাররা। পাচ্ছেন সংবর্ধনা, মিলছে উপহার। সব মিলিয়ে নারী ফুটবলে ইতিবাচক হাওয়া বইছে। ইতিবাচক হয়ে থাকল ফিফা র্যাংকিংও।
যেখানে সাত ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। ১৩৯ থেকে লাল-সবুজদের অবস্থান এখন ১৩২। সর্বশেষ র্যাংকিং প্রকাশের পর থেকে মধ্যবর্তী সময়ে যোগ হয়েছে ২১.৩৭ রেটিং পয়েন্ট। আগে যা ছিল ১০৭৬.১৮। তা বেড়ে দাড়িয়েছে ১০৯৭.৫৫। প্রকাশিত র্যাংকিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করেছে এস্তোনিয়া ও সৌদি আরব। দেশ দুটি ৮ ধাপ উন্নতি করেছে। দ্বিতীয় সর্বোচ্চ উন্নতি করা দেশ হচ্ছে বাংলাদেশ।