শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:২২ অপরাহ্ন

রণবীর কাপুরের সঙ্গে ফ্রেমবন্দি মেহজাবীন

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত হয়েছে
রণবীর কাপুরের সেলফিতে মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত

সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা ‘সাবা’ জায়গা করে নিয়েছে। এই উৎসবে অংশ নিতে এখন মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখানে হলিউডের অভিনয়শিল্পীর সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা যায় তাকে। এবার বলিউড তারকা রণবীর কাপুরের সেলফিতে ধরা পড়লেন তিনি। রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ছবিটি মেহজাবীন নিজের ফেসবুক অ্যাকাউন্টেও শেয়ার করেছেন।

এদিকে অ্যানিমেল তারকার সঙ্গে ছবি দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন মেহজাবীনের ভক্তরা। অল্প সময়ের মধ্যেই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দুই তারকার ছবিতে নানা মন্তব্য করছেন নেটিজেনরা।

গত বৃহস্পতিবার ৫ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দার কালচার স্কয়ারে শুরু হয় রেড সি চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসর। ১০ দিনের এ আসরে অংশ নেন হলিউড ও বলিউডের বড় বড় তারকারা। সেখানেই নিজের সিনেমা ‘সাবা’ নিয়ে হাজির হয়েছিলেন মেহজাবীন। সেখানেই বিশ্বের বাঘাবাঘা তারকাদের সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা যায় তাকে।

‘সাবা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। রেড সি চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে রয়েছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। এর আগে সিনেমাটি টরন্টো, বুসান প্রদর্শীত হয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর