সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন

শ্রদ্ধেয় মোহসিন উদ্দিন ভাই (ওসি, নিউমার্কেট থানা)।

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত হয়েছে
ছবি : Max tv bd

শ্রদ্ধেয় মোহসিন উদ্দিন ভাই (ওসি, নিউমার্কেট থানা)। থানায় সাক্ষাৎ এর এক ফাঁকে আমি লক্ষ্য করলার উনার ডেস্কের ঠিক পাশেই একটা ছেলে বসা।

শুরুতে গতানুগতিক চিন্তা থেকেই ভাবলাম কোনো ঝামেলা করেছে হয়তো , কথার প্রসঙ্গে একপর্যায় জানতে পারলাম আদনান নামের এই ছেলেটাকে উনি রাস্তা থেকে নিয়ে এসেছেন। যে অন্য ৮/১০ টা পথশিশুর মতোই বাজে কিছু অভ্যাসের সাথে যুক্ত ছিলো। আমাদের সমাজে এ ধরনের সুবিধা বঞ্চিতদের সবাই অবহেলা করে।

কিন্তু উনি তা করেননি, বরং ছেলেটাকে প্রতিজ্ঞা করিয়ে নিয়ে আসলেন আর বললেন, আজ থেকে তোমার সব দায়িত্ব আমি নিবো, তবে ডিসিপ্লিন এর সাথে থাকতে হবে আর পড়াশুনা করতে হবে। আর বিনিময়ে, থাকা খাওয়া সহ যাবতীয় দায়িত্ব উনি বহন করবেন।

উনার এ মহৎ & উদারতা দেখে মুগ্ধ হলাম আর ভাবলাম ভাইয়ের মতো এরকম মানুষ যদি আর কিছু অসহায় ছেলের দায়িত্ব নিতো!!! হয়তো আমাদের দেশটা আরো সুন্দর হতো।। আর রাস্তায় এরকম ছেলেদের মাধ্যমে যেসব অপরাধ সংঘটিত হয়, সেগুলু হয়তো অনেকাংশেই কমে যেতো।।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর