গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের দিন কুষ্টিয়া মডেল থানা থেকে লুট হওয়া শটগান ড্রেনে পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নকর্মী ড্রেন পরিষ্কার করতে গিয়ে শটগানটি উদ্ধার করেন।
পুলিশ বলছে উদ্ধার অস্ত্রটি থানা থেকে লুট হওয়া।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে মনির উদ্দিন নামে কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নকর্মী শহরের ঈদগাহপাড়া আফসার উদ্দিন মাদ্রাসার পাশে ড্রেন পরিষ্কার করতে যান। এক পর্যায়ে ময়লাযুক্ত পানির ড্রেন পরিষ্কার করতে গিয়ে হঠাৎই দেখতে পান একটি আগ্নেয়াস্ত্র। বিষয়টি দেখে আঁতকে ওঠেন তিনি। মুহূর্তের মধ্যে জড়ো হন স্থানীয় বহু মানুষ। খবর দেওয়া হয় কুষ্টিয়া মডেল থানা পুলিশকে। পুলিশ গিয়ে অস্ত্রটি নিয়ে যায় থানায়।
পরিচ্ছন্নকর্মী মনির উদ্দিন Max tv bd কে জানান, ময়লা পরিষ্কার করতে গিয়ে কী যেন হঠাৎই কোদালে আটকে যায়। তুলেই দেখি কালো রঙের কী যেন। পরে স্থানীয়রা ছুটে এলে তারা জানান এটি আগ্নেয়াস্ত্র। পুলিশে খবর দেওয়া হলে তারা অস্ত্রটি নিয়ে যান।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান শিহাব Max tv bd কে জানান, যে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে, সেটি গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের দিন বিকেলে লুট হওয়া শটগান। ওই দিন বেশ কিছু অস্ত্র খোয়া গেলেও কিছু অস্ত্র উদ্ধার করা গেছে। বাকিগুলো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।