সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন

বাড্ডায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত হয়েছে
পুরোনো ছবি

রাজধানীর বাড্ডা থেকে রাকিবা (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে বাড্ডা কলেজিয়েট হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বাড্ডার আব্দুল্লাহবাগ এলাক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে বাড্ডার আব্দুল্লাহবাগের একটি বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই কিশোরীর মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফাতেমা সিদ্দিকা জানান, পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারি ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় ওই কিশোরী। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর