শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৯:২২ অপরাহ্ন

বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেয়া-ই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৪৪ বার পঠিত হয়েছে

বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে। এদেশের মানুষের জন্য এটা সম্মানের। সরকারের লক্ষ্য একটাই, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেয়া; এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১ মার্চ) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বীমা দিবসের উদ্বোধনী অনষ্ঠানে এ কথা বলেন তিনি। আরও বললেন, বীমা মানুষের সুরক্ষা ও জীবনমান উন্নয়নে সহযোগিতা করে। বীমা দাবি পরিশোধে যাচাই-বাছাই করার নির্দেশ দেন তিনি।

বীমা নিয়ে মানুষকে সচেতন করতে হবে উল্লেখ করে সরকার প্রধান বলেন, বীমার সুফল নিয়ে প্রচারণা করতে হবে।
দেশে চতুর্থবারের মতো জাতীয় বীমা দিবস উদযাপন করা হচ্ছে আজ বুধবার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যৌথভাবে এ দিবস উদযাপন করছে। স্বাধীনতার ৫২ বছরে দেশে এখন বীমা কোম্পানির সংখ্যা ৮১টি। এর মধ্যে জীবন বীমা ৩৫টি ও নন-লাইফ বা সাধারণ বীমা ৪৬টি।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর