বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন

ছাত্র আন্দোলনে বিতর্কিত শিক্ষক অতিথি, তীব্র ক্ষোভ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩ বার পঠিত হয়েছে
ঢাবির অনুষ্ঠানের বয়কটকৃত শিক্ষকে অতিথি শাহরিমা তানজিন অর্নি (চিহ্নত করা)। ছবি : Max tv bd

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সুফিয়া কামাল আবৃত্তি সংসদ আয়োজন করে ‘কবি সুফিয়া কামাল স্মারক আবৃত্তি উৎসব-২০২৪’। এই আয়োজনে জুলাই বিপ্লবে বিতর্কিত অবস্থানের কারণে নিজ বিভাগে বয়কটকৃত আওয়ামী লীগপন্থি এক শিক্ষককে অতিথি হিসেবে রাখায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

রোববার (০১ ডিসেম্বর) কবি সুফিয়া কামাল স্মারক আবৃত্তি উৎসব আয়োজন করা হয়।

জানা গেছে, এ উৎসবে ১ম আন্তঃহল আবৃত্তি প্রতিযোগিতা, ২য় আন্তঃহল আবৃত্তি প্রতিযোগিতা, গঠনতন্ত্র প্রকাশ ও কার্যনির্বাহী পরিষদ (২০২৪-২৫) ঘোষণা করা হয়। এর আগে উৎসব উপলক্ষে একটি আমন্ত্রণপত্র প্রকাশ করে সংগঠনটি। এই আমন্ত্রণপত্র অনুযায়ী উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশাকে প্রধান অতিথি করা হয়। বিশেষ অতিথি হিসেবে কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ছালমা নাছরীন এবং বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও সুফিয়া কামাল আবৃত্তি সংসদের মডারেটর শাহরিমা তানজিন অর্নিকে রাখা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি সবাইকেই উপস্থিতও থাকতে দেখা যায়।

অতিথিদের মধ্যকার শাহরিমা তানজিন অর্নিকে রাখা নিয়েই শিক্ষার্থীদের আপত্তি। শিক্ষার্থীরা বলেন, তিনি ছাত্রজীবনে ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে তিনি অসৌজন্যমূলক আচরণ করেছেন। কোনো কোনো শিক্ষার্থী দাবি করে বলছেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের ১৬ জুলাই তার নিজ বাসায় আশ্রয়ও দিয়েছিলেন। আন্দোলনে বিতর্কিত ভূমিকার কারণে গত অক্টোবর মাসে নিজ বিভাগের শিক্ষার্থীদের সর্বসম্মতিক্রমে তাকে বয়কট করা হয়।

এ ছাড়া, তাকে বিশেষ অতিথি করার সমালোচনায় তার ফেসবুকের বিভিন্ন স্ট্যাটাসের স্ক্রিনশট সামনে নিয়ে এসেছেন শিক্ষার্থীরা। তার এক স্ট্যাটাসে দেখা যায়, গণভবনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তোলা এক গ্রুপ ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে লেখেন, ‘রাখি তোমায় মন-গহীনে হৃদয় আছে যেথা’।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর