রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৪২ অপরাহ্ন

সাতসকালে ঝরলো ২ প্রাণ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭ বার পঠিত হয়েছে
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২ । ছবি : সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক এবং হেল্পারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা ৯ টার দিকে উপজেলার রানীপুকুর এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত দুজনের একজন হলেন ট্রাকের চালক সুমন মিয়া। তার বাবার নাম শামসুল আলম। তবে হেলপারের পরিচয় পাওয়া যায়নি।

ভীমপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আকবর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে খড়বোঝাই একটি ট্রাক নওগাঁ থেকে রাজশাহী দিকে যাচ্ছিল। পথে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রানীপুকুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালক ও হেল্পারের মৃত্যু হয়।

তিনি বলেন, এরইমধ্যে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। দুজনের পুরো পরিচয় নিশ্চিতের পর মৃতদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর