সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চিকাশি ইউনিয়নের মোহনপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুলাল হোসেন উপজেলার চিকাশি-মোহনপুর গ্রামের তফিজ উদ্দিন আকন্দের ছেলে। তিনি পেশায় আদম ব্যবসায়ী।
মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার গৃহবধূ উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া আশ্রয়ণ পল্লীর এক রিকশা চালকের স্ত্রী। রিকশা চালককে অল্প টাকায় বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে আড়কাটিয়া আশ্রয়ণ পল্লীর ওই বাড়িতে যাতায়াত করতেন আদম ব্যবসায়ী দুলাল হোসেন। এক পর্যায়ে রিকশা চালক ও তার স্ত্রীর সঙ্গে আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে। এ অবস্থায় দুলাল হোসেন ওই রিকশা চালককে বিদেশে পাঠানোর কাগজপত্র তৈরির কথা বলে কৌশলে ঢাকায় পাঠিয়ে দেয়।
এ সুযোগে ২৪ নভেম্বর রাত সাড়ে ১০টায় দুলাল হোসেন আড়কাটিয়া আশ্রয়ণ পল্লীতে ওই রিকশা চালকের বাড়িতে যায়। এ সময় ওই বাড়িতে অন্য কোন সদস্য না থাকায় দুলাল হোসেন ধারালো চাকুর ভয় দেখিয়ে রিকশা চালকের স্ত্রীকে ধর্ষণ করে। এক পর্যায়ে ওই গৃহবধূর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছালে দুলাল হোসেন কৌশলে সটকে পড়ে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে ২৬ নভেম্বর দুলাল হোসেনের বিরুদ্ধে বগুড়া আদালতে মামলা দায়ের করে। বিচারক মামলাটি আমলে নিয়ে ধুনট থানার ওসিকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আদালতের আদেশে সোমবার মামলাটি রেকর্ড করে অভিযান চালিয়ে একমাত্র আসামি দুলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।