সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) রাতে উল্লাপাড়ার ঢাকা-পাবনা মহাসড়কে ভুতগাছা গ্রামের পাশে ওই দুর্ঘটনা হয়।
নিহত ব্যক্তির নাম জাকারিয়া ইসলাম জয় (৩২)। তিনি উল্লাপাড়া উপজেলার শাহীকোলা গ্রামের দেলোয়ার হোসেন আকন্দের ছেলে। জয় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাটে গ্রামীণ ব্যাংক শাখায় কর্মরত ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জয় সন্ধ্যার পর তার অফিসের কাজ শেষে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। রাত ৮টার দিকে ভুতগাছা গ্রামের পাশে বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই একটি অটোভ্যানের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি রাস্তার ওপর পড়ে যান। গুরুতর অবস্থায় তাকে স্থানীয়রা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রউফ জানান, জাকারিয়া ইসলাম জয়ের মরদেহ তার পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে।